পনেরোই আগস্ট ট্র্যাজেডি ও একজন সিদ্দিকুর রহমান

দৈনিক আমাদের সময় হাসান মাহমুদ খন্দকার প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ১০:২২

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডি আবাসিক এলাকার বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসভবনে সংঘটিত ইতিহাসের জঘন্যতম ট্র্যাজেডির প্রায় অনুচ্চারিত এক অকুতোভয় চরিত্র হচ্ছেন সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান ছিলেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর)। ওইদিন তিনি রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং ঘটনার সময় সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। ঘাতকদের অতর্কিত আক্রমণে প্রাথমিক পর্যায়ে হতচকিত হলেও চটজলদি প্রস্তুতি নিয়ে তিনি অন্যান্যের সঙ্গে প্রতিরোধের চেষ্টা করেন।


কিন্তু ঘাতকদের ভারী অস্ত্র ও অপেক্ষাকৃত বেশি লোকবলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। একপর্যায়ে এই অকুতোভয়, নিষ্ঠাবান, দেশপ্রেমিক পুলিশ সদস্য ঘাতকদের আক্রমণে কর্তব্যরত অবস্থায় শাহাদতবরণ করেন। এএসআই সিদ্দিকুর রহমানের এই আত্মাহুতির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা প্রয়োজন। প্রথমত, তিনি মৃত্যু নিশ্চিত জেনেও বঙ্গবন্ধুর জীবন রক্ষার লক্ষ্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। দ্বিতীয়ত, তিনি সুযোগ থাকা সত্ত্বেও কাপুরুষের মতো কর্তব্যস্থল ত্যাগ করেননি। তৃতীয়ত, এই আত্মাহুতি তার দেশপ্রেম এবং বঙ্গবন্ধু ও তার আদর্শের প্রতি ভালোবাসা ও অঙ্গীকার প্রমাণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও