![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F1d63e6da-a8a2-4b30-a01c-0443c6229cd7%252Feditorial_3.png%3Frect%3D0%252C84%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের স্থলে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদে এটি পাস হওয়ার কথা। প্রস্তাবিত আইনের খসড়া অনুযায়ী আগের আইনের অনেক ধারা জামিনযোগ্য করা ও শাস্তি কমানো হলেও দুটি আইনের চরিত্রগত পার্থক্য তেমন নেই।
ইতিমধ্যে সংবাদমাধ্যমের অংশীজনসহ বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও। সাইবার নিরাপত্তা আইনের খসড়া পর্যালোচনা করতে গিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এতে ডিজিটাল নিরাপত্তা আইনের দমনমূলক বিধিগুলো রয়ে গেছে।