বিদেশিরা রাজনৈতিক বিভাজন বাড়িয়ে দিচ্ছে

সমকাল ড. ইমতিয়াজ আহমেদ প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০১:৩০

আমাদের দেশের রাজনীতিতে একটি বড় ধরনের বিভাজন রয়েছে। এটা রীতিমতো এখন আইডেন্টিটি পলিটিক্স তথা পরিচয়ের রাজনীতির মতো হয়ে দাঁড়িয়েছে। বিভাজনকে কেন্দ্র করেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলো রাজনীতি করে আসছে। এই বিভাজনটিই মূলত বিদেশিদের নানা সুযোগ তৈরি করে দেয়। আমাদের মধ্যে যদি এই বিভাজন না থাকত, তবে বিদেশিরা এখানে নাক গলানোর সুযোগ পেত না।


আমাদের ব্যবস্থায় হয়তো কিছু ঘাটতি আছে। সেসব নিয়ে তারা এখানে কথা বলতে আসে। অথচ এ ধরনের ঘাটতি বিশ্বের অন্যান্য দেশেও আছে। এখন বাংলাদেশ বিষয়ে তারা বলছে, বাংলাদেশের দিকে তাদের নজর বেশি। এটা তারা করছে বেশ কিছু কারণে। বাংলাদেশের অর্থনীতির একটি ভবিষ্যৎ তৈরি হয়েছে। অনেকেই মনে করেন, বাংলাদেশে আরও উন্নয়ন হওয়ার সুযোগ রয়েছে। বিদেশিরাও এখানে অনেক বিনিয়োগ করেছে। তারাও একটি পার্টনারশিপ বা অংশীদারিত্ব চাইছে। যাতে তারা এখানে তাদের বিনিয়োগের ক্ষেত্র যাচাইয়ের পাশাপাশি লভ্যাংশ বুঝে নিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও