
ব্যাংকিং খাতের যেসব সংস্কার জরুরি
বাংলাদেশের ব্যাংকিং খাত নানামুখী সমস্যায় জর্জরিত। উচ্চ খেলাপি ঋণ, মূলধনস্বল্পতা, তারল্যসংকট, উচ্চ পরিচালন ব্যয় এ দেশের ব্যাংকিং খাতের নিত্যদিনের সমস্যা।
এসব সমস্যার কারণও নানা রকম। কারণগুলো খুঁজে বের করে সমাধান করতে পারলে এ খাতের ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। বাংলাদেশের ব্যাংকিং খাতকে একটি মৌল ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করা জরুরি।
তাত্ত্বিকভাবে বিশ্বব্যাপী ব্যাংকের মালিক বলতে যারা মূলধন জোগান দেয় তাদেরই বোঝায়। বাস্তবে মূলধনের বড় জোগানদাতা হলেন আমানতকারীরা। মালিকেরা ঝুঁকি-সমন্বিত সম্পদের মাত্র ১২ দশমিক ৫ শতাংশ মূলধন সরবরাহ করেন।