জলাবদ্ধতা এখন শুধু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরের বড় সমস্যা নয়। এখন অন্যান্য জেলা-উপজেলা শহরগুলোয়ও এ সমস্যা প্রকট হয়ে পড়েছে। সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার বাসিন্দারা এ সমস্যায় চরমভাবে ভুক্তভোগী হচ্ছেন।
মূলত শহরগুলোর খালগুলো দখল হয়ে যাওয়াই এ সমস্যার উদ্ভব। আবার খালগুলো দখল হওয়ার পেছনে আছে শহরগুলোয় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠা। বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া কোনো শহর কীভাবে চলতে পারে, তার বড় উদাহরণ হতে পারে বাংলাদেশ।
এখানে একের পর এক শহরের মতো সুনামগঞ্জেও খালগুলো শুধু দখলই হয়নি, রীতিমতো অস্তিত্বসংকটেও পড়েছে। সিলেটের এ গুরুত্বপূর্ণ শহর গত বছর ভয়াবহ বন্যায় ডুবে ছিল। এরপরও সেখানকার খালগুলো উদ্ধারে কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। বিষয়টি খুবই দুঃখজনক।
- ট্যাগ:
- মতামত
- জলাবদ্ধতা
- অস্তিত্ব সংকট