কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রিকসে সৌদি নতুন বিশ্ববার্তা

দেশ রূপান্তর রায়হান আহমেদ তপাদার প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ০৯:৪৪

একুশ শতকেই ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদীয়মান বাজার অর্থনীতির মধ্যে স্থান করে নিয়েছে। কারণ দেশগুলোর রয়েছে নিম্ন শ্রম খরচ, অনুকূল জনসংখ্যা, বৈশ্বিক পণ্যের চাহিদা এবং প্রচুর প্রাকৃতিক সম্পদ। রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে ২০০৯ সালের ১৬ জুন প্রথম ব্রিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে চারটি দেশের নেতারা আনুষ্ঠানিকভাবে ব্রিক অর্থনৈতিক ব্লকে তাদের সদস্যপদ ঘোষণা করেন। ২০১০ সালের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকাকে এই অর্থনৈতিক ব্লকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়, যার ফলে ব্রিক থেকে ব্রিকস হয়। ব্রিকস প্রতিষ্ঠার পর থেকেই, আন্তর্জাতিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলেছে।


ব্রিকস দেশগুলো স্বতন্ত্রভাবে প্রথম সারির অর্থনৈতিক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। উদাহরণ স্বরূপ, ২০১০ সালে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। ভারত বর্তমানে মোট দেশজ উৎপাদনে (জিডিপিতে) দশম বৃহত্তম অর্থনীতি এবং ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) এ জিডিপির ক্ষেত্রে চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ২০১১ সালে ব্রাজিল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। রাশিয়া বর্তমানে নবম বৃহত্তম অর্থনীতি এবং দক্ষিণ আফ্রিকা ২৬তম বৃহত্তম অর্থনীতি হিসেবে স্থান পেয়েছে। ব্রিকসের সদর দপ্তর চীনের সাংহাই প্রদেশে অবস্থিত। এটি গঠনের সময় অনেকেই বলেছেন যে, অর্থনৈতিক জোটটি ২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও