মস্কোয় ড্রোন হামলা, রুশদের ঘরেও যুদ্ধ পৌঁছে গেছে
সম্প্রতি মস্কোর অভিজাত এলাকা রুবলয়ভকাসহ বেশ কিছু এলাকায় ড্রোন হামলার যে ঘটনা ঘটেছে, সেটিকে রুশ কর্তৃপক্ষ কম গুরুত্বপূর্ণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্রেমলিন ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ এ হামলার পেছনে তাদের কোনো সম্পৃক্ততাকে অস্বীকার করেছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর ১৫ মাস পর রাশিয়ার মাটিতে এ ধরনের হামলা শুরু হলো।
রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, মস্কোয় ৩০টির মতো ড্রোন হামলা হয়েছে এবং একটি ভবনে সরাসরি হামলার ভিডিও ভাইরালও হয়েছে। কিন্তু ক্রেমলিনের কর্মকর্তারা খুব দ্রুত নিজেদের মতো একটি বয়ান দাঁড় করিয়েছেন।
- ট্যাগ:
- মতামত
- ড্রোন
- ড্রোন হামলা