কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যক্তির স্বাধীনতা দলীয় অধীনতাকে ছাড়িয়ে যেতে পারে না

যুগান্তর বদিউর রহমান প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১৬:১৪

রাজনীতি করতে হলে জনগণের প্রয়োজন হয়, জনগণ ছাড়া রাজনীতি করা যায় না। কারণ রাজনীতি জনগণের জন্যই করা হয়, করতে হয়। জনগণের সুখ-দুঃখ, কল্যাণ-অকল্যাণ, উন্নতি-অবনতি-সবকিছু হালের রাষ্ট্রীয় ব্যবস্থায় রাজনীতির সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে, কেউ নিজে একা একা আর টিকে থাকতে পারেন না। প্রত্যক্ষভাবে রাজনীতি করেন না, কোনো দলেও নেই, নিজের জমিজমা, চাকরি-বাকরি একটা কিছু নিয়ে নিজে নিজে আলাদা চলবেন-সে পথও নেই। বাজারে যাবেন-দেখবেন রাজনীতির প্রভাব রয়েছে, সরকার তো রাজনীতির মাধ্যমে ক্ষমতায়।


অতএব, ওই সরকারের রাজনৈতিক নীতিতে অনুসরণীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনি আটকা পড়ে গেছেন। স্কুল-মাদ্রাসায় বাচ্চা ভর্তি করাবেন-সেখানেও রাজনীতির জালে আটকাবেন, কমিটিতে কারা আছেন, তাদের রাজনৈতিক নীতি-প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন না। হালে দেখবেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে কট্টর আওয়ামীবিরোধী মাদ্রাসায়ও বঙ্গবন্ধুর জন্মদিন সাড়ম্বরে পালিত হচ্ছে, কোনো অফিসের আঙিনায় দেখবেন রাষ্ট্রীয়ভাবে পালিত শেখ রাসেলের জন্মদিনের ব্যানার-পোস্টার এখনো সম্মানে ঝুলিয়ে রাখা হয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ছবিগুলো তো অনেক স্থানেই রয়েছে, এমনকি পত্রিকার বিজ্ঞাপনেও এখনো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো চালানো হচ্ছে। জাতির পিতার সম্মানার্থে এসব কতখানি হচ্ছে আর আওয়ামী-প্রভাব-দখলদারি বজায়ের জন্য কতখানি, এর পার্থক্য করা এখন খুব কঠিন হবে। এটা নিরূপিত হবে আওয়ামী লীগ সরকারে/ ক্ষমতায় না থাকলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও