আগামী দিনের শিক্ষা ও সেবায় যা করতে হবে
জাতীয় শিক্ষাসেবা পরিষদ (জাশিপ) নিয়ে বেশ কয়েকটি লেখা এ কলামে ইতোমধ্যেই লিখেছি। অনেকেই জেনে গেছেন, এটি কোনো রাজনৈতিক জোট নয়, নয় কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন। এত কথা এভাবে বলছি এ কারণে যে, আমাদের এ সমাজে শিক্ষা ও সেবার গুরুত্ব ও বাস্তব দশার তুলনায় রাজনৈতিক এজেন্ডা, হার-জিত, পক্ষ-বিপক্ষ, আঘাত-প্রত্যাঘাত নিয়ে অনুসন্ধিৎসা ও কর্ম-অপকর্ম অনেক বেশি। এদেশে রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা, দমকা হাওয়া চলছে।
মানুষ এতে অভ্যস্ত হয়ে গেছে। এদেশের মানুষ ও সমাজ রাজনীতি ছাড়া আর কিছুই বুঝতে চায় না। রাজনীতি সব পেশার সেরা পেশা হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিকদের জিভ দিয়ে আমরা প্রাত্যহিক জীবন, জীবনের চাওয়াপাওয়া ও কর্মের উৎকর্ষের স্বাদ গ্রহণ করি। কম পড়লে পরে টের পাই, যদিও জীবনের সবকিছু রাজনীতি দিয়ে পরিচালিত হয় না। যে দেশের শিক্ষার মান ভালো নয়, সমাজে সুশিক্ষিত লোকের অভাব, সেদেশের রাজনীতিও ভালো হয় না। সমাজের মানুষ যা ডিজার্ভ করে, তাই পায়।