কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে ডায়রিয়ার কারণ কি ওয়াসার পানি?

বাংলা ট্রিবিউন চট্টগ্রাম প্রকাশিত: ০৮ মে ২০২৩, ০৮:০০

গত দুই মাস ধরে চট্টগ্রাম ওয়াসার লবণাক্ত পানি পান করছেন নগরীর বাসিন্দারা। গত দুই সপ্তাহ ধরে লবণাক্ততার সঙ্গে যুক্ত হয়েছে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ। এই পানি পানে ঘরে ঘরে ডায়রিয়া ছড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।


বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ওয়াসার লবণাক্ত, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ডায়রিয়া, পানিশূন্যতা এবং কিডনি রোগে আক্রান্তের কারণ হতে পারে। প্রতিদিন দুই শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এটি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।


ওয়াসার সরবরাহকৃত পানি মারাত্মক লবণাক্ত বলে ডায়রিয়ায় আক্রান্তের শঙ্কা প্রকাশ করছেন চট্টগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যাপক রসায়নবিদ ও কর্ণফুলী নদী গবেষক ইদ্রিস আলী। তিনি বলেন, ‘লবণের পরিমাণ যদি লিটারে ৩৫০-৪০০ মিলিগ্রাম হয়, তা মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু-বৃদ্ধদের জন্য বিপজ্জনক। এই পানি পানে ডায়রিয়া, পানিশূন্যতা ও কিডনি রোগে আক্রান্ত হতে পারে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও