কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃষ্টি নেই, নদীতে শৈবাল, বন্দরনগরে পানির জন্য হাহাকার

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ২৩:৩৫

তীব্র গরমে অতিষ্ঠ নগর জীবনে চট্টগ্রামবাসীর ভোগান্তি আরও বাড়িয়েছে পানির সংকট। বৃষ্টি না থাকায় কর্ণফুলী নদীতে জমেছে শৈবাল, যা বাধাগ্রস্ত করছে ওয়াসার পানি পরিশোধনের কাজ।


ফলে চাহিদার ‍তুলনায় ১০-১২ কোটি লিটার পর্যন্ত পানি কম পরিশোধন করতে পারছে চট্টগ্রাম ওয়াসা। রেশনিং করে নগরীর একেক এলাকায় একেক দিন পানি দিচ্ছে সংস্থাটি।


প্রয়োজনীয় পানি না পাওয়ায় গরমে নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। পানি কিনতে খরচ হচ্ছে বাড়তি টাকা।


স্থির পানিতে বাড়ছে শৈবাল


কর্ণফুলী নদীতে জোয়ারের সময় সাগর থেকে যে পানি আসে, তা লবণাক্ত। কাপ্তাই বাঁধ থেকে ছাড়া পানি তীব্র গতিতে এসে বিপরীতমুখী জোয়ারের সেই লবণাক্ত পানির প্রবাহকে বাধা দেয়। ফলে হালদায় লবণ পানি কম ঢোকে। কাপ্তাই থেকে আসা পানি হালদাতেও প্রবেশ করে।


কিন্তু টানা গরম আর বৃষ্টিহীনতায় কাপ্তাই হ্রদের পানিতেও টান পড়েছে। বাঁধ থেকে পানি কম ছাড়ায় তা সাগরের লোনা পানির স্রোতকে বাধা দিতে পারছে না। ফলে হালদায় সাগরের নোনা পানি ঢুকছে অন্য সময়ের চেয়ে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও