
সরকারি প্রকল্পে অব্যবস্থাপনা: যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগে ‘পিডি পুল’ তৈরির সুপারিশ
২০২৪-২৫ অর্থবছরে সরকারের এক হাজার ৪৫৪টি প্রকল্পের মধ্যে মোট ৬৬৮টি প্রকল্প পরিদর্শন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডি। এসব প্রকল্পের মধ্যে ইন ডেপথ মনিটরিং বা নিবিড় পরিবীক্ষণের আওতায় রয়েছে ৫৫টি প্রকল্প।
আইএমইডির পরিদর্শনে এসব প্রকল্পের নানা রকম অব্যবস্থাপনা উঠে এসেছে। যেমন- ‘অযোগ্য প্রকল্প পরিচালক’ নিয়োগ, আইএমইডির পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় অযাচিত ব্যয়, সময়ক্ষেপণ, পরামর্শক প্রতিষ্ঠানের ওপর অধিক মাত্রার নির্ভরশীলতা। এসব সমস্যা সমাধানে বেশকিছু সুপারিশ এসেছে। তার মধ্যে একটি হলো ‘যোগ্য’ প্রকল্প পরিচালক নিয়োগ। প্রকল্পের যথাযথ বাস্তবায়নে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের নিয়ে পিডি পুল তৈরি করে সেই পুল থেকে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ এসেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডির ব্যবস্থাপনায় ‘হাই লেভেল ডিজেমিনেশন ওয়ার্কশপ ইন কনটেমপোরারি ইস্যুজ ইন প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লেমেন্টেশন ইন বাংলাদেশ: এ পলিসি মেকিং পারসপেকটিভ’ শীর্ষক এক কর্মশালায় এসব বিষয়ে আলোচনা হয়।