মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড

বিডি নিউজ ২৪ মহাখালী প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১৫:৫৯

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।


ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া ছেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার বেলা ২টা ৩৭ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। তাদের আটটি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে।


বেলা ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে ঘটনাস্থলে দায়িত্বরত তেজগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নাজিম উদ্দিন সরকার জানান।


আগুন লাগার পর সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে বস্তির একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে ওঠা কালো ধোঁয়া বহু দূর থেকেও দেখা যাচ্ছিল।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও