কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কানাডায় উচ্চমূল্যের পোশাক রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশ

বাংলা নিউজ ২৪ কানাডা প্রকাশিত: ০৩ মে ২০২৩, ২০:১৬

কানাডায় উচ্চমূল্যের পোশাক রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ঢাকাস্থ কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলাস বুধবার (৩ মে) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


বৈঠকে তারা দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


এ সময় বাংলাদেশ কীভাবে কানাডার বাজারে পোশাক রপ্তানি, বিশেষ করে উচ্চ মূল্যের পোশাক রপ্তানি বাড়াতে পারে এবং উচ্চমূল্য সংযোজিত ও নন-কটন টেক্সটাইলসহ অন্যান্য সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ আকর্ষণ করতে পারে এসব বিষয়ে আলোচনা হয়।


ফারুক হাসান তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, সুযোগ-সম্ভাবনা এবং সুযোগগুলো কাজে লাগানোর জন্য বিজিএমইএর চলমান নানা প্রচেষ্টা তুলে ধরেন।


তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্প যে ব্যাপক অগ্রগতি সাধন করেছে তা তুলে ধরে বলেন যে, এই অর্জনগুলো অব্যাহত রাখতে বিজিএমইএ প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও