২৯০ টাকার শেয়ার হলো ৪১১ : জরিমানা ৫৩ কোটি টাকা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১২:৪৯

কারসাজির মাধ্যমে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর বাড়ানোর ঘটনায় জড়িতদের ৫৩ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে জড়িত থাকার দায়ে বিনিয়োগকারী শাহাদাত হোসেন ও তার সহযোগীদের এ জরিমানা করেছে বিএসইসি। 


সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্র আড়াই মাস সময়ের মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার কারসাজির মাধ্যমে প্রায় ১২১.১০ টাকা বাড়ানো হয়।


বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৯ নভেম্বর ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ২৯০ টাকা ৭০ পয়সা। ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি শেয়ারটির দর বেড়ে ৪১১ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। কারসাজির মাধ্যমে ধারাবাহিক লেনদেন করে শেয়ারটির দাম বাড়ানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও