
অর্থবছরের ৮ মাসে রপ্তানি প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি থেকে দেশের বৈদেশিক মুদ্রার আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২ হাজার ৯৮০ কোটি ৫০ লাখ ডলার।
অন্যদিকে ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয় হয়েছে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ডলার বেশি। এর আগের মাস জানুয়ারিতে রপ্তানি আয় হয়েছিল ৪৪৩ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৫.৭ শতাংশ বেশি। তবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি কমেছে ৩ শতাংশ। আগের মাসে প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনা থেকে পাওয়া গেছে এমন তথ্য।
অর্থাৎ বিশ্ববাজারের সংকট সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি সন্তোষজনক রয়েছে। চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৫ হাজার কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, রপ্তানি প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। যুক্তরাষ্ট্র ও ইউরোপে চীনের ওপর শুল্ক বৃদ্ধি বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করে রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করছে।