
চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ
চট্টগ্রামে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের (খোলা) দাম প্রতি লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। অবিলম্বে নতুন এই দাম কার্যকর হবে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন।
সভায় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিশেষত ভোজ্যতেল আমদানিকারকরা উপস্থিত ছিলেন।
'আজ (মঙ্গলবার) থেকে খোলা সয়াবিন তেল খুচরা বাজারে প্রতি লিটার ১৬০ টাকায় বিক্রি হবে,' সভায় বলেন শাহাদাত। তিনি আরও বলেন, বেশি দামে তেল বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ঘাটতির বিষয়টি পর্যবেক্ষণ করতে গতকাল সোমবার দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে গিয়েছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম ও শাহাদাত হোসেন।