ব্যাংক বহির্ভূত উৎস থেকে সরকারের ঋণ বেড়েছে

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫, ১১:১৮

চলতি অর্থবছরের প্রথমার্ধে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বেড়েছে। মূলত বিদ্যুৎ ও সারের বকেয়া পরিশোধে বিশেষ বন্ড ইস্যু এবং সরকারি বিল বন্ডে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের বিনিয়োগ বৃদ্ধির কারণে এই ঋণ বাড়ল।


বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অভ্যন্তরীণ উৎস থেকে নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৩২ কোটি টাকায়। আগের অর্থবছরের একই সময়ের ৪৫৬ কোটি টাকার তুলনায় তা প্রায় ৬৯ গুণ বেশি।


চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার পুরো অর্থবছরে ১১৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে।


বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে—আগে নেওয়া ঋণ পরিশোধ করার কারণেই গত ছয় মাসে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ বেড়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও