পদ্মার ওপর সঞ্চালন লাইন বসানোর কাজ শেষ হতে আরও এক বছর বেশি সময় লাগছে। ফলে আরও এক বছর পিছিয়ে চলতি বছরের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে পারে।
গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রাথমিকভাবে গত বছরের ডিসেম্বরে এক হাজার ২০০ মেগাওয়াট ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছিল।
জানুয়ারির শেষে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, রুশ সংস্থা রসাটম বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে তারা আগামী এপ্রিলের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর চেষ্টা করছে।
গত সপ্তাহে রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভ যখন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন, তখন তিনি পরীক্ষামূলক কার্যক্রম চালানোর বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা বলতে পারেননি।
লিখাচোভ বলেছিলেন, 'মহড়া চলছে। শিগগিরই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।'