সুদানের উত্তেজনা প্রশমনের সম্ভাবনা কতটুকু

যুগান্তর এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৬:১৯

ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্বে উত্তর আফ্রিকার দেশ সুদানে এখন ভয়ংকর উত্তেজনা বিরাজ করছে। সুদানে বেসামরিক শাসন ফিরিয়ে আনার পরিকল্পনার অংশ হিসাবে সেখানকার আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়ে সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ-এর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়।


এ প্রক্রিয়ায় এ দুটি বাহিনীকে একীভূত করার পর নতুন বাহিনীর নেতৃত্বে কে থাকবেন অথবা কে কার অধীনে কাজ করবেন, তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এবং এর জেরেই উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। এ পরিস্থিতিতে জেনারেল দাগালো আরএসএফ-এর সদস্যদের রাস্তায় নামায়, যা শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ লড়াইয়ে রূপ নেয়। এ লড়াই রাজধানী খার্তুমসহ দেশটির অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও