![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252F3ffb4edc-39d3-45a8-8657-3f24cdb6258c%252FBongobazar_pic_1.JPG%3Frect%3D0%252C12%252C641%252C337%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বঙ্গবাজার: সিটি করপোরেশন কি কোনোভাবে দায় এড়াতে পারে?
ঈদ কেনাকাটার মৌসুমে আগুনে পুড়ে ভস্মীভূত হলো রাজধানীর বঙ্গবাজার মার্কেট কমপ্লেক্সের চারটি বিপণিবিতানসহ মোট আটটি বিপণিবিতানের প্রায় পাঁচ হাজার দোকান।
সেই সঙ্গে পুড়েছে ঈদ উপলক্ষে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ পোশাক, নগদ টাকা ও বাকি পাওনার কাগজ। এভাবে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে নিঃশেষ হওয়ার পর জানা গেল, ২০১৯-এর এপ্রিলেই কাঠ ও টিনের তৈরি ঘিঞ্জি এ মার্কেট কমপ্লেক্সটিকে ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল।