কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বর্তমান সংকট উত্তরণে প্রয়োজন সক্ষমতা, স্বচ্ছতা ও সদিচ্ছা

কালের কণ্ঠ ড. সালেহউদ্দিন আহমেদ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১০:৩৩

বাংলাদেশে এখন যে চ্যালেঞ্জগুলো দেখা যাচ্ছে, এর মধ্যে কিছু চ্যালেঞ্জ তো কভিড-১৯-এর আগে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে থেকেই দেখা গেছে। যেমন—ব্যাংকিং খাত, রপ্তানি, শিক্ষা খাত, সম্পদ বণ্টন এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার—এগুলো নিয়ে আমাদের কতগুলো সমস্যা ছিল। এগুলো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারপর যোগ হয়েছে কভিড-১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।


এখন এই চ্যালেঞ্জগুলো নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে বিভিন্ন মহল থেকে, অর্থনীতিবিদ এবং অন্যান্য বিশেষজ্ঞ কথা বলছেন। সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলোর কিছুটা সুফল আমরা দেখছি। তবে একবারেই যে খুব দ্রুত পদক্ষেপগুলোর সুফল পাব, সেটা সম্ভব নয়। কতগুলো সমস্যা দীর্ঘকাল থেকে চলে আসছে। এই সমস্যাগুলো সমাধানে খুব দ্রুত কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি বলব, সরকারি-বেসরকারি খাতে যে নীতি-কৌশলগুলো আমরা নিচ্ছি, সেগুলো বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধি করা দরকার। এটা না করলে যতই আমরা সিদ্ধান্ত নিই, পদক্ষেপ নিই—কোনো ফল হবে না।


দ্বিতীয়টি হলো স্বচ্ছতা। স্বচ্ছতা বলতে আমি বোঝাচ্ছি, এখানে কিন্তু অনেক রকমের ফাঁকফোকর রয়ে যাচ্ছে। কী হচ্ছে ব্যাপারগুলো, কোথায় সরকারের কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, বেসরকারি খাতে কী সমস্যা, সেগুলোর ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এমনকি স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিশেষ করে মূল্যস্ফীতি, দরিদ্র লোকের আয় কমে গেছে; সে ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—পদক্ষেপগুলোর ব্যাপারে কোনো স্বচ্ছতা নেই। লোকজন কিছু জানতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি, তিনটা জিনিস অত্যন্ত প্রয়োজন—সক্ষমতা, স্বচ্ছতা ও সদিচ্ছা।


সদিচ্ছাটা প্রয়োজন। বিভিন্ন প্রতিষ্ঠানে যত পদক্ষেপ নেওয়া হোক, এমনকি সক্ষমতা যতটুকু তার ভেতরে সক্ষমতা বাড়ানোর পরও যদি জনকল্যাণে সরকার কোনো পদক্ষেপ নিতে চায়, সেটা কিন্তু সম্ভব হবে না যদি নীতিনির্ধারকদের রাজনৈতিক সদিচ্ছা ও ভূমিকা না থাকে। এটা না থাকলে কিন্তু সব সময় সব কিছু আটকে যাবে। তো এই পরিপ্রেক্ষিতে এই তিনটা জিনিস সবচেয়ে বেশি দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও