You have reached your daily news limit

Please log in to continue


সায়ন্তন :সুপ্রিয়া নিকেতন

রবীন্দ্রনাথের গান থেকে নেওয়া 'সায়ন্তন'। সঙ্গে যুক্ত সুপ্রিয়া নিকেতন। দুই মিলিয়ে 'সায়ন্তন :সুপ্রিয়া নিকেতন'। তত্ত্ব তালাশ করে জানলুম গাজীপুরে। হালে কাশিমপুর থানার চৌহদ্দিতে। নামকরণ অধ্যাপক আনিসুজ্জামানের। শান্তিনিকেতন মগজে ছিল হয়তো আনিসের। 'সায়ন্তন' পয়লা। ছন্দোবদ্ধ নাম। নিকেতনের জায়গাজমিন একশ বিঘের বেশি।

সম্রাট শাহজাহানের নামের বানানে 'শ' শুরু, শামসুলেরও 'শ'। শাহজাহানের তাজমহল প্রেমের সৌধ। শামসুলের 'সুপ্রিয়া নিকেতন'ও প্রেমের। সৌধ নয়। মূলত বৃদ্ধ-বৃদ্ধাদের জন্যে অধিকারের স্তরও আছে কয়েকটি। রিসোর্ট, ডরমিটরি, বিশ্রামাগার। দিনকয়েকের জন্যে সামান্য অর্থে ভাড়া নিয়ে দলবদ্ধ অবকাশ যাপন। প্রকৃতির সঙ্গে একাত্মতা। বনানীঘেরা তল্লাট। জলাশয়।

সায়ন্তন :সুপ্রিয়া নিকেতন ব্যবসার জন্যে নয়, নিছকই সেবামূলক। শামসুলের ট্যাঁকের কড়ি ব্যয়। বিস্তারিত বলার দরকার নেই। ওয়েবসাইটে খোঁজ নিলেই সব খবরই সুলভ।

কে সুপ্রিয়া, কে শামসুল? চিনতুম না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন