কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভূমি দখল ও অপর করে দেওয়ার রাজনীতি

প্রথম আলো মনোজ দে প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ২২:১৮

স্থানীয় জনগোষ্ঠীকে ‘অপর’ করে দেওয়ার মাধ্যমেই প্রতিষ্ঠা পেয়েছিল উপনিবেশ। একসময় আমেরিকাজুড়ে নানা গোত্রের রেড ইন্ডিয়ানদের বাস ছিল। নদী, পাহাড়, বন, ভূমি—সবই ছিল তাদের অধিকারে। কিন্তু শ্বেতাঙ্গ বসতি স্থাপনকারীরা রেড ইন্ডিয়ানদের সেই ভূমিতে বসতি স্থাপন শুরু করে। নিজ ভূমি থেকে বিতাড়িত হতে থাকে একেকটা রেড ইন্ডিয়ান গোত্র। নির্মম রক্তপাত, অবিমৃশ্য নিষ্ঠুরতা ও চরমতম অমানবিকতার সেই আখ্যান উঠে এসেছে মার্কিন জন-ঐতিহাসিক ডি ব্রাউনের ‘বারি মাই হার্ট অ্যাট দ্য উনডেড নি’ বইটিতে।


ওয়েস্টার্ন সাহিত্য কিংবা চলচ্চিত্রে রেড ইন্ডিয়ানদের দানব, শত্রু কিংবা হামলাকারী হিসেবে চিত্রিত করা হয়েছে। অথচ ডি ব্রাউন ইতিহাসের নথি ঘেঁটে দেখিয়েছেন, উপনিবেশ স্থাপনের দেড় শ বছরের মধ্যে কীভাবে পুরো একটি ভূখণ্ড থেকে রেড ইন্ডিয়ানদের মেরে, কেটে, তাড়িয়ে কয়েকটি রিজার্ভেশন বা সংরক্ষিত এলাকায় বন্দী করে ফেলা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও