ভারতকে ‘শান্তি’ দিয়েছি, বিনিময়ে ‘স্বস্তি’ চাই

www.ajkerpatrika.com এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর এই সফর নানা কারণেই ছিল গুরুত্বপূর্ণ। তবে দিল্লি বিমানবন্দরে ভারতের একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর বিষয়টি নিয়ে আমাদের দেশে কেউ কেউ এমন প্রচারণা চালিয়েছেন যে শেখ হাসিনার প্রতি ভারত অবহেলা দেখিয়েছে। বিমানবন্দরে বিদেশি অতিথিদের স্বাগত জানানোর একটি রাষ্ট্রাচার আছে। ভারতে অতিথিকে স্বাগত জানানোর সাধারণ যে রীতি, তার ব্যতিক্রম কিছু হয়নি। তবে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় নিয়ম ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। ওটা ছিল ব্যতিক্রম। ব্যতিক্রম বারবার ঘটে না।


দেখার বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় ভারতীয় কর্তৃপক্ষ সফরকারী দলের সঙ্গে অসৌজন্যমূলক কোনো আচরণ করেছে কি না। কিংবা আতিথেয়তায় কোনো ঘাটতি বা অবহেলা দেখা গেছে কি না। না, তেমন কিছু হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও