বাংলাদেশ ব্যাংক এখন প্রকৃত নিয়ন্ত্রক সংস্থার ভূমিকায়

কালের কণ্ঠ নিরঞ্জন রায় প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৬

বর্তমান বিশ্বে যে ভয়ংকর অর্থনৈতিক টালমাটাল অবস্থা বিরাজ করছে, সেখানে সবচেয়ে হট সিটে বসে আছে প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। উন্নত-অনুন্নত উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানই এখন বলা চলে নিদ্রাহীন রাত পার করছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং সেখানে নিয়োজিত আছেন বিশ্বের সবচেয়ে জ্ঞানী অর্থনীতিবিদ ও আর্থিক বিশ্লেষক। তার পরও তাঁদের বর্তমান আর্থিক সংকট সামাল দিতে গিয়ে ঘুম হারাম হয়ে গেছে।


বর্তমানে বিশ্ব যে অর্থনৈতিক সংকট পার করছে, তা নিকট অতীতে খুব একটা দেখা যায়নি। বিশ্বে অর্থনৈতিক মন্দা নিয়মিত বিরতিতে ঠিকই দেখা দিয়েছে, কিন্তু সেটা হয়েছে অর্থনীতির দুর্বলতা এবং ব্যাবসায়িক স্থবিরতার কারণে, যা সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংককে খুব একটা বেগ পেতে হয়নি। অর্থনীতির কিছু সূত্র ও নিয়ম প্রয়োগ করেই সেই মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এবারের মন্দা মূলত মানুষের সৃষ্ট এবং বলা চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের ভুল রাজনীতির অনিবার্য পরিণতি হচ্ছে আজকের অর্থনৈতিক সংকট, যা সামাল দিতে হচ্ছে উন্নত বিশ্বের দেশগুলোকে। যদিও উন্নয়নশীল বিশ্বের দেশগুলো এই বিশ্ব রাজনৈতিক সংকটের সরাসরি কোনো পক্ষ নয়, তার পরও বিশ্বায়নের যুগে তাদেরও এই আর্থিক সংকটে পড়তে হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে তা মোকাবেলাও করতে হচ্ছে। যেহেতু বর্তমান আর্থিক সংকট পশ্চিমা বিশ্বের ভুল রাজনীতির ফসল, তাই এই সংকট সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংককে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও