কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোগের নাম চুলকানি

ইত্তেফাক চিররঞ্জন সরকার প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৩

পাগলা মলম, পাগলা মলম, পাগলা মলম। আমাদের মলমটা ব্যবহার করবেন আপনার চর্মরোগে। মাথার খুলি থেকে পায়ের তালু পর্যন্ত আপনার চামড়ার ওপর যেসব রোগ হয় সেগুলো চর্মরোগ আর ইংলিশে বলে স্কিন ডিজিস। যে কোনো চর্মরোগে মলমটা ব্যবহার করবেন, এটা আশ্চর্য ধরনের কাজ দেবে। চর্মরোগ বলতে আপনি যা কিছু বোঝেন, যেমন :খুজলি, দাউদ, বিখাউজ, একজিমা, চুলকানি, বিচি-পাসরা, গোটা-গাটা। রানে-কানে, আঙুলের চিপায়-চাপায় সারা শরীরে খাউজানি, চুলকানি, বিচি-পাঁচড়া, ঘা গোটা গাটায় ভরে গেছে। বিশেষ করে মা-বোনদের মাজায় বা কোমরে একধরনের দাউদ হয়। অসহ্য চুলকানি হয়, মরিচের মতো জ্বলে। রাতে শোবার টাইমে মাত্র দুইটা দিন মলমের কৌটা দিয়ে ভালো কইরা চুলকায়ে লাগায়ে দিবেন পাগলা মলম। আপনার রানের চিপার ঘা এই মলম দুই বার লাগাইলে ভালো হয়, তিন বার লাগাইতে হয় না। খাউজানি, চুলকানি, বিচি-পাঁচড়া, ঘা-চুলকানি তো দূরের কথা, একটি ঘামাচির বিচি পর্যন্ত থাকতে পারে না এই পাগলা মলম ব্যবহারে। প্রতিটি মলম মাত্র ১০ টাকা ১০ টাকা ১০ টাকা। টিপু কেমিক্যাল কোম্পানির চর্মরোগের মহৌষধ পাগলা মলম। এভাবেই মাইক বাজিয়ে ঢাকা শহরের বিভিন্ন ফুটপাতে বিক্রি করা হয় পাগলা মলম।


চুলকানি একটা বিরক্তিকর ব্যাধির নাম। যখন চুলকায় তখন কিন্তু আরাম লাগে। কিন্তু চুলকানি শেষ হলে শুরু হয় আসল খেলা—জ্বলুনি। অনেক সময় মনে হয় যেন মরিচবাটা লাগিয়ে দেওয়া হয়েছে। চুলকানি কী, এটা কেন হয়, এর উপসর্গ ও ফলাফল কী—এ সম্পর্কে বিস্তারিত জানা দরকার। এ ব্যাপারে ভালো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা দরকার। তা না হলে এই ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘ যন্ত্রণাভোগ করতে হতে পারে। আমাদের দেশের মানুষের নানা ধরনের চুলকানির ব্যারাম আছে। যেগুলো ঠিক চিকিত্সাশাস্ত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। এসব বিচিত্র চুলকানি নিয়েই আজ আমরা আলোচনা করব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও