পরোয়ানাভুক্ত আসামিকে মারধর, দুই পুলিশ সদস্য অবরুদ্ধ

ঢাকা পোষ্ট গাজীপুর প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ১০:৫০

গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে মারধরের অভিযোগে দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের গাঢ়োপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পুলিশ সদস্যকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।


পরোয়ানাভুক্ত আসামি আবুল কালাম (৪৫) ওই এলাকার মো. শাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ ও মারধর করেন স্থানীয় লোকজন।



আবুল কালামের স্ত্রী পারভীন আক্তার বলেন, সন্ধ্যার পর তার স্বামী বাড়ির বাইরে যান। এ সময় সিভিল পোশাকে পুলিশ পরিচয়ে এসে তাকে মারধর করে উলঙ্গ করে ফেলেন দুজন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে তাকে (আবুল কালাম) মারধর করার কারণ জানতে চাই। এ সময় ওই দুই পুলিশ সদস্য আমাকেও দুইবার লাথি মারেন। আমাকে মারধরের প্রতিবাদ করলে পাশের একটি সেলুনে নিয়ে স্বামীকে আটকে রাখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও