সঞ্চয়ের হার হ্রাস অর্থনীতির জন্য শুভ লক্ষণ নয়
অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি নির্ভর করে একটি দেশের জাতীয় সঞ্চয়ের ওপর। জাতীয় আয়ের যে অংশ ভোগ করা হয় না, সেটাই সঞ্চয়। সঞ্চয় না থাকলে বিনিয়োগ করাও সম্ভব হয় না। সঞ্চয়কে একটু ভিন্নভাবে দেখা হয়। অর্থনীতিবিদদের মতে, বর্তমান ভোগ হ্রাস ভবিষ্যতে ভোগ বৃদ্ধির জন্য কাজে আসে। ভোগ হ্রাসের পন্থা দুরকমের হতে পারে।
বর্তমান আয় থেকে স্বাভাবিকভাবে যে উদ্বৃত্ত তৈরি হয় সেটি আমরা ব্যবহার করতে পারি বিনিয়োগ করে। বিনিয়োগ করার ফলে যে আয় হয়, সেই আয় অর্থনীতির প্রবৃদ্ধি ঘটায়। আবার অনেক সময় স্বাভাবিকভাবে যে উদ্বৃত্ত সৃষ্টি হয় তার পরিমাণ ভোগের মাত্রা হ্রাস করে সঞ্চয় বৃদ্ধি করা সম্ভব হয়। এরকম ক্ষেত্রে বাড়তি সঞ্চয় অধিকতর বিনিয়োগের মাধ্যমে অধিকতর প্রবৃদ্ধি অর্জন করা যায়।