টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে
ড. আসাদ ইসলাম অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ও সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনমিকস অ্যান্ড সাসটেইনেবিলিটির পরিচালক। তিনি একই সঙ্গে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) আব্দুল লতিফ জামিল প্রোভার্টি অ্যাকশন ল্যাবের ফ্যাকাল্টি ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) অ্যাডজাঙ্কট ফেলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্নের পর কানাডার সাচকেচুয়ান ইউনিভার্সিটি থেকে এমএ ও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে রিসার্চ ফেলো হিসেবে কাজ করে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে যোগ দেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অবস্থা ও অর্থনীতির ভবিষ্যৎ গতিধারা নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা হয় এ অর্থনীতিবিদের। সাক্ষাৎকার নিয়েছেন এম এম মুসা
বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নয়নের রাজনৈতিক অর্থনীতিটা কী?
উন্নয়ন একটা জটিল প্রক্রিয়া। স্বল্প সময়ে এটি বিবরণ দেয়া কঠিন। তবে এখানে অনেক সমন্বয়ের প্রয়োজন আছে। উন্নত অর্থনীতির দেশগুলো উন্নয়নের বিভিন্ন স্তর পার করে আজ এখানে এসেছে। এসব স্তর সফলভাবে অতিক্রম করার জন্য যে ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রজ্ঞার সমন্বয় দরকার, তার সবই তারা করেছে। আমাদেরও তাই করতে হবে। নইলে উন্নয়নের একটা ধাপে এসে আমরা আটকে যাব। সেখান থেকে উত্তরণের জন্য আমাদের নানা ধরনের পদক্ষেপ যেমন নিতে হবে, তেমনি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন।