কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াই

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০৬ জুন ২০২২, ১৪:২১

বিশ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিয়মিত হাঁটছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। এবারের কান উৎসবে ৫০ বছর ছুঁই ছুঁই ঐশ্বরিয়ার কালোরঙা স্লিট গাউন যতটা না আলোড়ন ফেলেছে, এর চেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তার মুখের বয়সের ছাপ আর ঠোঁটের প্লাস্টিক সার্জারির বিষয়টি। এবারের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়–কোন, তামান্না ভাটিয়া, উর্বশি রাউতেলা ও পূজা হেগড়ে- ভারতের এই পাঁচ অভিনেত্রীর নাম ঘুরেফিরে উচ্চারিত হয়েছে। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছিল তাদের মধ্যে তুলনামূলক আলোচনা। তাদের মধ্যে বয়স ও অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে ঐশ্বরিয়া রাই। চেহারায় বয়সের ছাপ নিয়ে তিনি নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন।


কানের লালগালিচায় পৌঢ়ত্বের দোড়গোড়ায় পৌঁছানো ঐশ্বরিয়া রাইকে যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। আর শুধু ভক্তদের কথাই বা বলছি কেন, সাবেক এই বিশ্বসুন্দরী হয়তো নিজেও তার বয়সের স্বাভাবিক পরিণতি মেনে নিতে পারছেন না। তাই হয়তো প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হচ্ছেন তিনি। অথচ পঞ্চাশের কোটায় চেহারায় বয়সের ছাপ পড়বে- এটিই স্বাভাবিক হওয়ার কথা। শুধু তিনিই নন, নিজেকে আকর্ষণীয় ও তরুণ দেখাতে মডেলিং ও চলচ্চিত্র কিংবা বিনোদন জগতের তারকারা হরহামেশাই প্লাস্টিক সার্জারি করান। ৪৮ বছর বয়সী ঐশ্বরিয়া আজ যদি কম বয়সী কিংবা বেস্ট লুকিং দেখানোর চাপে না থাকতেন- তা হলে তিনি থাকতেন নির্ভার, স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত। তারকাদের পৌঢ়ত্বকে কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না ভক্তরা। আর ভক্তের অসন্তুষ্টির মানে হলো গ্ল্যামার আকাশের কক্ষপথ থেকে তারকার খসে পরা, তারকাজীবনের পরিসমাপ্তি। তাই তারুণ্য আর গ্ল্যামার ধরে রাখতে প্রকৃতির সঙ্গে যেন অনেকটাই যুদ্ধ ঘোষণা করেন তারকারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও