কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রবৃদ্ধি বনাম জনজীবন

www.ajkerpatrika.com আবু তাহের খান প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১৫:৫১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, সুখী দেশের তালিকায় বাংলাদেশের সাত ধাপ এগিয়ে যাওয়াই প্রমাণ করে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী ঠিকই বলেছেন। আগে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এবার ৯৪তম স্থানে উন্নীত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৩৬ এবং পাকিস্তানের ১২১তম।


কিন্তু এর পরও কথা আছে। করোনায় কত মানুষ কাজ হারিয়েছে, কত মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে এবং কত মানুষের আয় কী পরিমাণে কমেছে—এসব বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও পরিসংখ্যানের মধ্যে পার্থক্য থাকলেও সব কটি বিষয়ই যে ব্যাপক পরিসরে ঘটেছে, তাতে কোনোই সন্দেহ নেই। ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকা, কষ্ট ও অসহায়ত্ব কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তা এখন আর বিতর্কের বিষয় নয়; বরং এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যাবে, সেটাই হওয়া উচিত মূল বিবেচনা ও চিন্তাভাবনার মূল ক্ষেত্র। আর সে ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক বিবেচনায় বিরাজমান প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলোকে বাস্তবতার আলোকে হৃদয় দিয়ে উপলব্ধি করা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও