‘হারুন ডাইরি’ আর ফুটো পয়সা

www.tbsnews.net আফসান চৌধুরী প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ১১:২৯

গতসংখ্যায় পাংখা বরফের কথা উল্লেখ করার পর মানুষের কাছ থেকে এত সাড়া পেয়েছি যে, এবার আরও কিছু হারিয়ে যাওয়া বিষয় নিয়ে লিখতে বসেছি।


একজন বলেছে, ছোট থেকে বড় হবার যাত্রায়, পাংখা বরফ ছিল একটি বিরাট বিষয়। একজন পাকিস্তান থেকে লিখেছে, ছোটোবেলায় পাংখা বরফের জন্য যে কী করেছিলাম, তা চিন্তা করা যায় না। অন্য একজন লিখেছেন, আমার মা এই পাংখা বরফের গল্প এখনও করে। সুতরাং আমাদের ছোটবেলার সঙ্গে পাংখা বরফে সম্পর্ক বেশ গভীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও