রাজনীতি ও অবাধ তথ্যপ্রবাহ
জনপরিসরে কান পাতলেই শোনা যায় সরকার বা ক্ষমতার বিরুদ্ধে বিরক্তির সুর। এটা কি সমাজমনের স্বাভাবিক প্রবণতা, নাকি ভূমিবাস্তবতা-বলতে পারি না। কোথাও অসহনীয় দ্রব্যমূল্য, কখনো লাগামহীন দুর্নীতি, অপচয় বা অব্যবস্থা, কখনো বণ্টনে অসমতা আবার কখনো সুশাসনে ঘাটতি। বিষয়বস্তুর অভাব নেই, সাফল্য বা অর্জনের কথা মানুষ কম বলে। কেন তা হয়, তাও বিশ্লেষণসাপেক্ষ। প্রতিষ্ঠান বিরোধিতার জোশই আলাদা, এর শক্তিও হয়তো সবসময়ই বেশি।
তবে এখানে একটা মজা আছে-ক্ষমতার বিরুদ্ধে জনমত আছে নিশ্চয়ই, যা বুঝতে কষ্ট হয় না। কারণ যারা ক্ষমতা থেকে দূরে, তারা সুবিধা-বলয়ে থাকে না। বঞ্চনার কষ্টও আছে। ভোগের অতীত আছে বলে লোভের যাতনা বেশি। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বিরোধীদের ওপরও জনগণের ভরসা ভঙ্গুর, তাদের ঘিরেও বিরক্তি আর হতাশার কমতি নেই। তাই বিকল্প হিসাবে বর্তমানকেই মানুষ এখনো পছন্দ করে।