বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়

দৈনিক আমাদের সময় বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২২

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত অন্য চার কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান। এই পাঁচজনই কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কেউ তাদের ব্যক্তিগতভাবে চেনেন কিনা, সেটা বড় কথা নয়, বড় কথা এখন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে কতটা নিষ্ঠা ও সততার পরিচয় দিতে সক্ষম হবেন, সেটা।


নতুন নির্বাচন কমিশন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা, জল্পনা-কল্পনা চলছিল। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে কিছু সম্ভাব্য নাম গণমাধ্যমে ছাপাও হয়েছে, তবে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন, তাদের সবার নাম খুব আলোচনায় না থাকলেও তারা যোগ্যতার পরিচয় দিতে পারবেন না, সেটা আগাম বলা ঠিক নয়। কথায় বলে, বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। এখন এই প্রত্যাশাই করা উচিত, নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেকের মধ্যে যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে, তা দূর করতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে গঠিত কমিশন কার্যকর ভূমিকা পালন করুক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও