শরিফ উদ্দিন ও দুর্নীতির ‘দোসর কমিশন’

বাংলা ট্রিবিউন রুমিন ফারহানা প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:১২

মাঠে গুলিবিদ্ধ মৃতদেহ, পাশে পড়ে আছে গুলির খোসা, গুলি আর অস্ত্র। ভিডিওতে এমন একটা দৃশ্য দেখানোর সময় শোনা যায় ক্রসফায়ার/ বন্দুকযুদ্ধে কাউকে হত্যার পর বলা সেই ক্লিশে গল্পটা। আর যেটা শোনা যায়, সেটা হচ্ছে হত্যাকাণ্ডের শিকার মানুষটির বিরুদ্ধে কোন কোন অভিযোগে কয়টা মামলা ছিল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই অতি পরিচিত ঘটনাগুলো মনে পড়লো দুদক কর্মকর্তা শরিফ উদ্দিনের চাকরিচ্যুতির পর।


শরিফের বিরুদ্ধে ১৩টি অভিযোগের এক লম্বা ফিরিস্তি দিয়েছেন দুদক সচিব। কারও বিরুদ্ধে  অভিযোগ করেই তাকে সোজা চাকরিচ্যুত করা আর কিছু কথিত অপরাধের কথা বলে কাউকে বিনা বিচারে হত্যা করা কার্যত একই। দুদক সচিবের দেওয়া শরিফের কথিত অপরাধগুলোর তালিকা পড়েছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, সেই সঙ্গে তার জবাব পড়লে কারও বুঝতে বাকি থাকে না নানাদিকের চাপে পড়ে দুদক সচিব কতগুলো খোঁড়া যুক্তি হাজির করেছেন।      

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও