স্ত্রীসহ বিসিসির সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জমি বিক্রির কথা বলে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ আদেশ দেন।
কোতোয়ালী থানার জেনারেল রেজিস্টার অফিসার (জিআরও) এসআই খোকন চন্দ্র দাস জানান, জিয়া উদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়ার বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রতারণার একটি মামলায় তারা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। মামলার ধার্য তারিখে তারা হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে ওই আবেদন না মঞ্জুর করে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, জিয়া উদ্দিন সিকদার ২০১৯ সালের বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আরিফুর রহমান খানের কাছে নগরীর রুপাতলী এলাকায় ৪৭ শতাংশ জমি কেনার প্রস্তাব দেন।