
বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা কমানোর ফলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেক কাটছাঁট করার ঘোষণা দিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের ফলে প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন বা খাদ্য সহায়তা মাত্র ৬ ডলারে নামবে, যা আগে ছিল ১২.৫ ডলার। অর্থসংকটের কারণে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের তদারককারী সরকারের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান রয়টার্সকে বলেন, ‘তারা এখন যেটুকু খাদ্য সহায়তা পাচ্ছে, তা-ও যথেষ্ট নয়। নতুন এই কাটছাঁটের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘গতকাল মৌখিকভাবে বিষয়টি জানতে পারি এবং আজ আমি আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আগামী ১ এপ্রিল থেকে খাদ্য বরাদ্দ বাবদ ৬ দশমিক ৫ ডলার দেওয়া হবে।
বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবির কক্সবাজারে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে, যাদের অধিকাংশ ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারে দমনপীড়নের শিকার হয়ে পালিয়ে আসে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে আছে।