
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ
ডেইলি স্টার
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১৪:০৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুদকের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
এসব অ্যাকাউন্টে ৪৮ কোটি ৩৬ লাখ টাকা জমা আছে।
আবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদকে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা ডব্লিউএইচওর বিধি, নীতিমালা এবং নৈতিকতার পরিপন্থি।