
নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুর থেকে গ্রেপ্তার
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৯:৪৯
রংপুর থেকে নীলফামারীর সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরের সেনপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা আছে। এর মধ্যে নীলফামারীতে দুটি ও রংপুরের একটি হত্যা মামলার আসামি তিনি। গ্রেপ্তারের পর তাঁকে রংপুর নগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।