
সড়ক আন্দোলন থেকে উঠে আসা ছাত্রনেতারা এখন সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলছেন না
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রথমবারের মতো বড় পরিসরে ব্যাপক আন্দোলনের মুখে পড়ে ২০১৮ সালে। নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি করে সড়ক আইন পাস করে তৎকালীন সরকার। সড়ক নিরাপত্তায় নেয়া হয় বিভিন্ন উদ্যোগ। সেগুলোর বেশির ভাগই এখনো রয়ে গেছে অবাস্তবায়িত অবস্থায়।
নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মূলত স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারাই ২০২৪ সালে ছিলেন বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। তাদের নেতৃত্বেই জুলাইয়ে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পতন হয় আওয়ামী লীগের। গঠন হয় অন্তর্বর্তী সরকার, যাতে শিক্ষার্থীদের প্রভাব দৃশ্যমান। যদিও দেশে এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে সড়ক। প্রাণহানি-বিশৃঙ্খলার পরিসংখ্যানও ঊর্ধ্বমুখী। তবে সড়ক আন্দোলন করে উঠে আসা ছাত্রনেতারা এখন আর সড়ক নিরাপত্তা নিয়ে কোনো কথা বলছেন না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সড়ক আন্দোলন
- সড়ক নিরাপত্তা