
হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই
রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলা থেকে পার পেয়ে যাওয়া মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (৩৩) আটক করেছে যৌথ বাহিনী। আজ শনিবার ভোররাত থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অনিন্দ্যের বাবার নাম শফিউল আলম লাটকু । তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। লাটকু রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাবা এএইচএম কামরুজ্জামানের ভাই। সে হিসেবে অনিন্দ্য লিটনের চাচাতো ভাই। অনিন্দ্য ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। ‘ডক্টর ইংলিশ’ প্রতিষ্ঠানটি যে জায়গায় অবস্থিত সেটি লিটনদের পৈত্রিক বাড়ি।
আজ ভোররাতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা কোচিং সেন্টারটি ঘেরাও করেন। এরপর অনিন্দ্যকে আটক করা হয়। এ ছাড়া মো. রবিন ও মো. ফয়সাল নামে অনিন্দ্যের দুই ‘সহযোগীকেও’ আটক করা হয়। তাঁরা অনিন্দ্যের কোচিং সেন্টারে চাকরি করতেন বলে স্বজনেরা দাবি করেছেন। বেলা সাড়ে ৩টার দিকে তাঁদের কোচিং সেন্টারটি থেকে নিয়ে যাওয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জঙ্গি হামলা