
আদালতে যা বললেন শাজাহান খান, ফারজানা রুপা ও সোলায়মান সেলিম
ডেইলি স্টার
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১৪:০৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আনিসুল হক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আতিকুল ইসলাম, ফারজানা রুপা, শাকিল আহমেদ ও সোলায়মান সেলিমসহ কয়েকজন অভিযুক্তকে আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
এসময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরিয়ে তাদের হাজতখানা থেকে বের করা হয়। তবে কাঠগড়ায় উঠানোর সময় তাদের হ্যান্ডকাফ ও হেলমেট খুলে দেওয়া হয়। এরপর ১০টা ১৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। পরে আদালত এক এক করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আদালত থেকে নামিয়ে গারদখানায় নেওয়া হয়।
আজ আদালতে তোলার আগে ও পরে এই আসামিদের কয়েকজনের সঙ্গে সাংবাদিকদের কিছু কিছু কথা হয়।