অনুসন্ধান কমিটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করতে পারবে না
সাম্প্রতিক কালে দেশের রাজনীতিতে আলোড়ন সৃষ্টিকারী ইস্যুতে পরিণত হয়েছে সদ্য পাস হওয়া আইনের ভিত্তিতে অনুসন্ধান কমিটি গঠন এবং কমিটির সুপারিশকৃত দশ ব্যক্তির মধ্য থেকে মহামান্য রাষ্ট্রপতির আদেশে পাঁচজনের সমন্বয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রক্রিয়া। এই পাঁচজনের একজন হবেন প্রধান নির্বাচন কমিশনার, আর চারজন কমিশনার। ১৪ ফেব্রুয়ারি ওয়েবসাইটে ৩২২ জন ব্যক্তির তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, বিচারপতি, অবসরপ্রাপ্ত আমলা, সামরিক কর্মকর্তা, পেশাজীবী ও মিডিয়া ব্যক্তিত্বদের অনেকেরই নাম পাওয়া যাচ্ছে।
তাঁদের মধ্য থেকে অনুসন্ধান কমিটি অনায়াসে নির্বাচন কমিশনের সম্ভাব্য দশ সদস্যকে পছন্দ করতে পারবে (তালিকার বাইরে থেকেও যে কাউকে বাছাই করার এখতিয়ার অনুসন্ধান কমিটির রয়েছে)।