You have reached your daily news limit

Please log in to continue


গবেষণা এবং প্রকাশনার গল্প

১৯৮৯ সালের কথা। সংসদের সাহিত্য সম্পাদক হিসেবে মেডিকেল কলেজের বার্ষিকী করবার দায়িত্ব আমার ওপর। আমি তখন তৃতীয় বর্ষের ছাত্র। আমাদের ফার্মাসির অধ্যাপক ডা. সাইফুল ইসলাম স্যার ছিলেন আমার উপদেশক। তিনি বললেন, এই বার্ষিকীতে ছাত্রদের গবেষণার প্রকাশনা রাখতে হবে। আমি আকাশ থেকে পড়লাম। ভাবলাম ছাত্রদের আবার গবেষণাপত্র হয় নাকি।

বিজ্ঞপ্তি দেওয়া হলো ছাত্রছাত্রীদের গবেষণাপত্রের জন্য। যা ভেবেছিলাম। একটিও জমা পড়লো না। কিন্তু সাইফুল স্যার নাছোড়বান্দা। ছাত্রদের একটি গবেষণা প্রকাশনা হলেও থাকতে হবে। বড় বিপদে পড়ে গেলাম।

অবশেষে স্যার আমাকে নিয়ে বসলেন। বললেন তোমাকে একটা গবেষণা করতে হবে। ছাত্র রাজনীতি নিয়ে একটা গবেষণার ব্যাপারে তিনি আমাকে উৎসাহিত করলেন। দুজনে মিলে দু’পাতা জুড়ে প্রশ্নমালা তৈরি করলাম মতামত জরিপের। ছাত্রছাত্রীদের মতামত সংগ্রহ করে সেগুলো আমরা হিসেব নিকেশ করে একটি গবেষণাপত্র হিসেবে প্রকাশ করলাম। স্যার আমাকে মেডিকেল বায়ো স্ট্যাটিসটিক্স ও রিসার্চের ওপর একটি বইও পড়তে দিয়েছিলেন সে সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন