কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বায়ুদূষণ থেকে রক্ষা পাবে আমাদের প্রিয় শহর ?

www.ajkerpatrika.com আলম শাইন প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৩

সুস্থভাবে বেঁচে থাকতে হলে এই দূষণ থেকে উত্তরণের পদক্ষেপ নিতে হবে দ্রুত। ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা বন্ধ করে দিতে হবে। শহরের রাস্তাগুলোকে শুষ্ক মৌসুমে দিনে অন্তত এক-দুবার পানি ছিটিয়ে ধূলিদূষণ কমাতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’-এর বায়ুমান সূচক (একিউআই) থেকে সর্বশেষ তথ্যমতে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হচ্ছে ঢাকা। এয়ার ভিজ্যুয়াল প্রতি ঘণ্টায় বিশ্বের প্রধান প্রধান শহরগুলোর বায়ুদূষণের তথ্য প্রদান করে থাকে।


ওই রিপোর্ট অনুযায়ী গত ২০ জানুয়ারি ২০২২ ঢাকা শহর ছিল বায়ুদূষণের শীর্ষস্থানের শহরগুলোর মধ্যে অন্যতম। ইতিপূর্বে ২১ জানুয়ারি ২০২১ সালে (সকাল ৯টা থেকে দুপুর ১টা) চার ঘণ্টার জরিপে বেরিয়ে এসেছিল বিশ্বের বায়ুদূষিত শহরের মধ্যে ঢাকার অবস্থান প্রথম স্থানে। তার আগের দুই দিনও ঢাকার অবস্থান ছিল বায়ুদূষণে ১ নম্বর। ওই সময় শহরের বায়ুদূষণের পরিমাণ ছিল ৩২৬ পিএম। অপরদিকে ১০ জানুয়ারি ২০২০ সালে বায়ুদূষণের মাত্রা ছিল ৫০২ পিএম। বলে রাখা ভালো, বায়ুবিশারদের মতে, ৩২৬ মানে হচ্ছে দুর্যোগপূর্ণ অবস্থা। এয়ার ভিজ্যুয়ালের হিসাব মোতাবেক বায়ুর মান ০ থেকে ৫০ পিএম থাকলে ওই এলাকার মান ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও