এক বছরে নারায়ণগঞ্জে ৬৯৪ অগ্নিকাণ্ড

ঢাকা পোষ্ট নারায়ণগঞ্জ প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ২১:৫৮

২০২১ সালে নারায়ণগঞ্জ জেলায় মোট ৬৯৪টি অগ্নিদুর্ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৭ কোটি ৪৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা। ফায়ার সার্ভিসের তৎপরতায় অগ্নিকাণ্ডের কবল থেকে উদ্ধার করা হয়েছে ৫৮ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৯৮০ টাকার সম্পদ। শিল্পপ্রতিষ্ঠানে সংঘটিত অগ্নিকাণ্ডে ৬৬ জন নিহত ও ১০৬ জন আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ১০ জন।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যানবাহনের দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড ঘটেছে ৮টি। এতে সম্পদ পুড়েছে ২ লাখ ৭৫ হাজার টাকার। উদ্ধার হয়েছে সাড়ে ১ কোটি ১০ লাখ টাকার সম্পদ। অজ্ঞাত কারণে অগ্নিদুর্ঘটনা ১৬৫টি। ক্ষতি ৫৭ লাখ ৬৫ হাজার টাকা। সম্পদ রক্ষা ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার। গ্যাস লাইনের আগুন থেকে অগ্নিকাণ্ড ৯৮টি। জানমালের ক্ষতি ২০ লাখ ৬৯ হাজার টাকার। ১ কোটি ৩৩ লাখ টাকার সম্পদ রক্ষা। সিলিন্ডার ও বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ১৫টি। ক্ষতি ২৭ লাখ ৭০ হাজার টাকা। সম্পদ উদ্ধার ৩ কোটি ৮৩ লাখ টাকার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও