একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে যেতে লাগবে টিকা সনদ

ঢাকা টাইমস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১৭:২৬

দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়তে থাকায় একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আগতদের টিকা সনদ সঙ্গে রাখা ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


অমর একুশে উদযাপন উপলক্ষে রবিবার (২৩ জানুয়ারি) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।


এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠন/প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি ও ব্যক্তিপর্যায়ে একসাথে সর্বোচ্চ দুইজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার বিষয়েও সিদ্ধান্ত হয়।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও সামজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও