কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও আইনের সুষ্ঠু প্রয়োগ চাই

সমকাল কাজী সুফিয়া আখ্‌তার প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১০:০৫

দু'হাজার একুশ আমাদের অর্জনে গৌরবগাথা মাইলফলক স্পর্শ করেছে। ৩০ লক্ষাধিক মানুষের প্রাণের বিনিময়ে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় জন্মভূমি-মাতৃভূমি স্বাধীন-সার্বভৌম, রক্তস্নাত বাংলাদেশ উদযাপন করেছে। নিঃসন্দেহে উন্নয়নের রাস্তায় বাংলাদেশ এগিয়ে গেছে। মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। শিশুমৃত্যুর হারও কমেছে। নারী শিক্ষার হার বেড়েছে। কর্মক্ষেত্রে নারী আজ সর্বত্র দৃশ্যমান। পৃথিবীর বিভিন্ন পর্বতের চূড়া জয় করে বাংলাদেশের মেয়েরা স্বদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সঙ্গে শাহাদাত বরণকারী স্ত্রী, তিন পুত্র, দুই পুত্রবধূসহ পরিবারের আত্মীয়স্বজন, কর্মরত কর্মকর্তাসহ অন্যদের হত্যার পাঁচজন খুনি এখনও বিভিন্ন দেশে আত্মগোপন করে আছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কিছু বিচার এখনও চলছে। দণ্ডিত অনেকের দণ্ডও কার্যকর হয়েছে। যানজট কমাতে ফ্লাইওভার নির্মিত হয়েছে। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে। করোনাকালীন দেশের অর্থনীতি স্থিতিশীল। জাতিসংঘ বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে। এসবই ইতিবাচক চিত্র। আমাদের গর্ব ও আনন্দের বিষয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও