ফিলিস্তিনি বইয়ের দোকানে ইসরায়েলি হামলা এবং টেঁটাবিদ্ধ ময়নার মৃত্যু

বিডি নিউজ ২৪ সালেহ উদ্দিন আহমদ প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ২১:১৮

একটা দেশের বিবেককে ধ্বংস করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ওই দেশের মুক্তচিন্তার প্রবাহকে রুদ্ধ করা এবং বইপত্র প্রকাশ ও বিক্রিকে বাধাগ্রস্ত করা। এই চর্চা বিভিন্ন সময়ে করা হয়েছে, বিভিন্ন দেশে। একটা সমাজে যখন ভয় থাকবে বই প্রকাশ করার কিংবা নতুন চিন্তার রশ্মি ছড়াবার, তখনই উপযুক্ত সময় তাদের অন্য সব অধিকার কেড়ে নেয়ার।


ইসরায়েলি সৈন্যরা গত ৯ ফেব্রুয়ারি পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি অঞ্চলের একটা নামকরা বইয়ের দোকানে হামলা চালায়, কারণ তারা ফিলিস্তিনিদের স্বাধীনতা ও প্রতিরোধ আন্দোলন নিয়ে বই বিক্রি করছে। হামলা করে ইসরায়েলি সৈন্যরা বইগুলো পুরো তছনছ করে দেয়, দোকান থেকে অনেক বই বাজেয়াপ্ত করে এবং বইয়ের দোকানের মালিকদেরকে ধরে নিয়ে যায়।


শিশুদের বইও এই হামলা থেকে নিস্তার পায়নি। ফিলিস্তিনি শিশুদের রং করার একটা প্রিয় বই হলো, 'ফ্রম দ্য রিভার টু দ্য সি’, এই বইটার সব কপি ইসরায়েলি সৈন্যরা বাজেয়াপ্ত করেছে। ‘নদী থেকে সমুদ্র’ একটা অনেক পুরাতন ফিলিস্তিনি স্বাধীনতার স্লোগান, যার অর্থ– জর্দান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত মাঝের জায়গাটা পুরোটাই ফিলিস্তিনিদের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও